১২ কিংবা তারও কম বয়সের মেয়েদের ধর্ষণ করলেই অপরাধীর ফাঁসি
By Staff Reporter– November 27, 2017
নয়া সংশোধনীতে বলা হয়েছে ১২ বছর কিংবা তার কম বয়সী নাবালিকাকে ধর্ষণ করলেই অপরাধীর সাজা হবে ফাঁসি। আর এই নয়া সংশোধনীতে মত দিয়েছে মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা।
শুধু তাই নয় এমনকি ধর্ষণে জড়িত থাকলেও অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গণধর্ষণের ক্ষেত্রেও এই প্রস্তাব রাখা হয়েছে।
সূত্রের খবর মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধ দমন করতেই এই পদক্ষেপ মধ্যপ্রদেশ সরকারের।
—— Advertisement——
প্রসঙ্গত সম্প্রতি কোচিং ক্লাস থেকে পড়ে বাড়ি ফেরার সময়ে এক ইউপিএসসি-র পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হন। এরপরই রাজ্যজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়।
প্রকাশ্যে চলে আসে মধ্যপ্রদেশে মহিলাদের ওপর বাড়তে থাকা অপরাধ। আর এই অপরাধ দমন করতেই আইন সংশোধন না হলেও নয়া সংশোধনীতে সম্মতি দেয় মধ্যপ্রদেশের রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুন – স্বামীর সাথে যৌনসুখে অতৃপ্তি, প্রেমিকের সাথে স্বামীকে খুন করল স্ত্রী
—— Advertisement——
- - - - Adevertisement - - - -
আরও পড়ুন – রাম রহিমের পর ফের ধর্ষণে অভিযুক্ত এক স্বঘোষিত ধর্মগুরু