বাবার পর এবার হয়তো সন্তানদের জন্য অপেক্ষায় শ্রীঘর
By Staff Reporter – January 09, 2018
আরজেডি সুপ্রিম লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয়েছিল বেশ কিছুদিন আগে। সেই মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ডের সাজাও ঘোষনা হয়ে গেছে।
এবার হয়তো বাবার পাশাপাশি সন্তানরা বেনামি সম্পত্তি মামলায় ফাঁসতে চলেছেন।আর এই মামলায় দোষী প্রমাণিত হলে তাঁদের সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।শুধু তাই নয়, এমনকি তাদের বেনামি সম্পত্তির বর্তমান বাজারমূল্যের ২৫ শতাংশ জরিমানাও হতে পারে।তবে এবিষয়ে আদালতে রায়ের প্রক্রিয়া এখনও শুরু হয় নি।এ প্রসঙ্গে আয়কর দফতর জানিয়েছে, লালুর ছেলে তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও লালুর দুই মেয়ে চন্দা ও রাগিনীর বিরুদ্ধে ডসিয়ের তৈরি করা হয়ে গিয়েছে এবং তাঁদের সম্পত্তি ইতিমধ্যেই অধিগ্রহণ করা হয়েছে। শুধু এখন সরকারি নির্দেশের অপেক্ষা।
জানা যাচ্ছে,আদালতের নির্দেশ পেলেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং আদালতে রায়ের বিষটি শুরু করা হবে।২০০৭ সালে লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন এবি এক্সপোর্টস সংস্থার নামে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে ৪০ কোটি টাকার সম্পত্তি কেনা হয়। সেই সম্পত্তি কেনার জন্য হিসেব বহির্ভূত অর্থ ব্যয়িত হয়।আবার এ বি এক্সপোর্টস নামে সংস্থার ডিরেক্টররা ২০১০-১১ সালে মাত্র চার লক্ষ টাকার বিনিময়ে তেজস্বীর নামে সব শেয়ার ও সংস্থার অধিকার হস্তান্তর করে দেন। এই ঘটনার তদন্তের সময় সাক্ষীদের বয়ান নিয়েছে আয়কর দফতর। আদালতে মামলার শুনানি শুরু হতে চলেছে।
- - - - Adevertisement - - - -
About us – Chakdaha 24×7 is a bengali online News Portal launched in 2017 and one of the growing News Network. This news website brings daily news on politics, current affairs, entertainment from West Bengal, India and the World. Besides Chakdaha 24×7 offers news on health, career, lifestyle, food, real estate etc in Bengali.
- - - -
Sponsored Links - - - -
YOU MAY LIKE
Advertise with us –As the digital revolution enters its next phase, Chakdaha 24×7 offers you unique opportunity to connect with a huge global audience in a creative and compelling way. We accept banner ads, text & display ads, video ads and all other standard ad formats . For more details send us an email to chakdaha24hours7@gmail.com
- - - -
Sponsored Links - - - - আমাদের সম্পর্কে - Chakdaha 24x7 চাকদহের সর্বপ্রথম অনলাইন নিউজ পত্রিকা যা ২০১৭ সালে মে মাসে চালু হয়।বর্তমানে বেশিরভাগ মানুষ কাগুজে খবরের চেয়ে অনলাইন নিউজকে বেশি প্রাধান্য দেয়। একদিকে যেমন এর সহজলভ্যতা, হাতের নাগালে প্রাপ্তি অপরদিকে সাশ্রয়ী হওয়ায় এর পাঠকপ্রিয়তা বেশি। আর তাই দ্রুত খবর নিরপেক্ষভাবে প্রকাশের কথা মাথায় রেখে আমরা এই অনলাইন নিউজ পোর্টালটি চালু করি।